চোটের সাথে দীর্ঘ যুদ্ধ শেষে ৬৭৯ দিন পর ২২ গজে ফিরলেন ইংলিশ ক্রিকেটার জফরা আর্চার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে মাঠে নেমেছেন এই পেসার।

৬৭৯ দিন পর ২২ গজে ফিরলেন আর্চার। ছবিঃ সংগৃহীত
আর্চার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের মার্চে। পাশপাশি সব ধরণের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকেও দূরে থাকতে হয়েছে তাকে।
প্রায় ২ বছরের বিরতির দিয়ে ফেরার যাত্রা মোটেও সহজ ছিলো আর্চারের জন্য। ফিরে আসার লড়াইয়েই আবারও চোটে পড়তে হয়েছে তাকে। তবে বাঁধা পেরিয়ে তিনি ফিরেছেন এবং মাঠের চ্যাঞ্জের জন্যও প্রস্তুত হয়েছেন।
ম্যাচ শুরুর আগে আর্চার বলেন, ‘দীর্ঘ দিন পার হতে চলেছে কিন্তু আমি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
আরও পড়ুনঃ উড়তে থাকা সিলেটকে মাটিতে নামাল রংপুর
২০২৩ সালে নতুন বছরের প্রথম দিনেই টুইট করে আর্চার লিখেন, ‘২০২২ তোমাকে ধন্যবাদ, ২০২৩ আমি প্রস্তুত।’ ২০২২ সালে মাঠেই নামতে পারেননি আর্চার। তাই এই সময়টাতে ইনজুরি নিয়ে তাঁর উপলব্ধি অন্যরকম।
