Connect with us

ক্রিকেট

অবশেষে অধিনায়ক হলেন সাকিব, টস জিতে নিলেন ফিল্ডিং

অবশেষে ফরচুর বরিশালের অধিনায়ক হিসেবে দেখা গেল সাকিব আল হাসানকে। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের কাছে হারের পর রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বরিশালের হয়ে টস করতে নামেন সাকিব। নেমেই টসে জয়ের দেখা পান এবং সোহানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশাল অধিনায়ক।

অবশেষে অধিনায়ক হলেন সাকিব, টস জিতে নিলেন ফিল্ডিং

অবশেষে অধিনায়ক হলেন সাকিব, টস জিতে নিলেন ফিল্ডিং। ছবিঃ সংগৃহীত

প্রথম ম্যাচে মাশরাফির সিলেটের বিপক্ষে নিজের সেরাটা খেলেও হারতে হয়েছে সাকিবের দলকে। তাই আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে বরিশাল।

আগের ম্যাচে বরিশালের অধিনায়ক হিসেবে খেলেছিলেন মেহেদি হাসান মিরাজ। সাকিবের জায়গায় মিরাজ কেন? এমন প্রশ্নের জবাবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ জানিয়েছিলো, ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক পরিবর্তন করা হবে।

তবে এবার নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এলো ফরচুন বরিশাল। অবশেষে সাকিবের হাতেই অফিসিয়ালি তুলে দেওয়া হয়েছে দলের নেতৃত্বভার।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বেশ ফুরফুরা মেজাজেই আছে রংপুর রাইডার্স। সেই ধরা অব্যাহত রেখে বরিশালের বিপক্ষেও জয় নিয়েই মাঠ ছাড়তে চাইবে দলটি।

আরও পড়ুনঃ সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি, জয় পেলো চট্টগ্রাম

বরিশাল একাদশ
চতুরঙ্গ ডি সিলভা, এনামুল হক, ইফতিখার আহমেদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, ইব্রাহিম জাদরান, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

রংপুর একাদশ
মোহাম্মদ নাইম শেখ, রনি তালুকদার, শোয়েব মালিক, সিকান্দার রাজা, নুরুল হাসান সোহান (অধিনায়ক), বেনি হাওয়েল, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, রবিউল হক, রাকিবুল হাসান, আজমতউল্লাহ ওমরজাই।

Advertisement

More in ক্রিকেট