Connect with us

ক্রিকেট

কুমিল্লাকে হারিয়ে সিলেটের জয়ের হ্যাটট্রিক

চট্টগ্রাম, বরিশালের পর এবার চ্যাম্পিয়ান কুমিল্লাও হার মানলো মাশরাফি বিন মর্তুজার সিলেটের কাছে। বিপিএলে নবাগত সিলেট স্ট্রাইকার্স অপ্রতিরোধ্য হয়ে তুলে নিয়েছে জয়ের হ্যাটট্রিক।

কুমিল্লাকে হারিয়ে সিলেটের জয়ের হ্যাটট্রিক

কুমিল্লাকে হারিয়ে সিলেটের জয়ের হ্যাটট্রিক

মাঝখানে একদিন বিরিতির পর আজ টুর্নামেন্টের তৃতীয় দিন। দিনের প্রথম ম্যাচে ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল মাশরাফির দল। ম্যাচ শেষে কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

গত ম্যাচের (ফরচুন বরিশাল) মতো আজও ম্যাচ সেরা ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। অসাধারণ ব্যাটিং দক্ষতায় ৩৫ বলে ফিফটি তুলে নেন এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে ৩টি চার ও ৪টি ছয়ে ৫৬ রানের ইনিংস খেলে হৃদয়।

এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমের অপরাজিত ২৮ রানে ভর করে ১৪ বল হাতে রেখেই হ্যাটট্রিক জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। কিন্তু দলটির লিটন দাস, ইমরুল কায়েসের মতো তারকা ব্যাটাররা আজ রান পাননি। ফলে পাওয়ার প্লের মধ্যেই ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন দাউদ মালান এবং জাকের আলি।

আরও পড়ুনঃ টানা ৩ ম্যাচ জিততে মাশরাফিদের টার্গেট ১৫০

মালান ৩৯ বলে ৩৭ করে ফিরে গেলেও উইকেটরক্ষক জাকেরের হার না মানা হাফসেঞ্চুরি ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৯ রানের লড়াকু পুঁজি পেয়েছে কুমিল্লা। যদিও শেষ পর্যন্ত তা যথেষ্ট ছিল না।

এদিকে এই নিয়ে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ানদের।

Advertisement

More in ক্রিকেট