Connect with us

ক্রিকেট

স্বপ্নের পদ্মা সেতুতে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি!

আজ (সোমবার) স্বপ্নের পদ্মা সেতুতে স্বপ্নের বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হয়ে গেলো। পদ্মা সেতুর প্রথম পিলারের সামনে ট্রফির ফটোসেশনের আনুষ্ঠানিকতা সারা হয়। এখান থেকে বিভিন্ন দিক থেকে ছবি ও ভিডিওধারণ করেন আইসিসির কর্মীরা।

স্বপ্নের পদ্মা সেতুতে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি!

স্বপ্নের পদ্মা সেতুতে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি – ছবি- আইসিসি

মহাকাশ থেকে ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমে গত ২৭ জুন শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। ৮টি দেশ ঘুরে সোমবার প্রথম প্রহরে এটি আসে বাংলাদেশে। আরও দুই দিন এ দেশে থাকবে ৬০ সেন্টিমিটার উচ্চতা ও ১১ কেজি ওজনের ট্রফিটি।

৮ আগস্ট মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নেওয়া হবে এই বিশ্বকাপ ট্রফি। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে বর্তমান ও সাবেক সব ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদরা।

শেষ দিন তথা বুধবার (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। সেখানে নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা স্বপ্নের বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন।

 

More in ক্রিকেট

Exit mobile version