Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

অধিনায়কত্বকে বিদায় জানালেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্বকে বিদায় জানিয়েছে কেন উইলিয়ামসন। পাকিস্তান সফর থেকে কিউইদের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন টিম সাউদি।

অধিনায়কত্বকে বিদায় জানালের উইলিয়ামসন

অধিনায়কত্বকে বিদায় জানালের উইলিয়ামসন। ছবিঃ সংগৃহীত

২০১৬ সালে টেস্ট সংস্করণে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব পান উইলিয়ামসন। ৪০ টেস্টে ২২ জয় নিয়ে তিনি দেশটির সফলতম অধিনায়ক। যদিও কিংবদন্তি স্টিভেন ফ্লেমিং ৮০ টেস্টে পান ২৮ জয়। তবে জয়ের হারে উইলিয়ামসনই সেরা।

অধিনায়কত্ব থেকে অবসরে যাওয়া নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন কেন। সেখানে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে ব্ল্যাকক্যাপদের নেতৃত্ব দেওয়া আমার জন্য ছিল অবিশ্বাস্য এক সম্মান। আমার কাছে টেস্ট ক্রিকেটেই খেলাটির সর্বোচ্চ চূড়া এবং টেস্ট দলকে নেতৃত্বে চ্যালেঞ্জ আমি উপভোগ করেছি। তবে অধিনায়কত্ব করা মানে মাঠের ভেতরে-বাইরে বাড়তি অনেক শ্রম এবং ক্যারিয়ারের এই পর্যায়ে আমার মনে হয়, এটিই সঠিক সিদ্ধান্ত (দায়িত্ব ছেড়ে দেওয়া)।

আরও পড়ুনঃ দ্বিতীয় দিন শেষে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

টেস্টে অধিনায়কত্ব ছাড়লেও টি-টোয়েন্টি ও ওয়ানডে সংস্করণে দায়িত্ব ছাড়ছেন না উইলিয়ামসন। সামনের দিনগুলোতে চাপ কমানোর জন্যই এই অধিনায়কত্ব ছেড়েছেন। এছাড়া সাদা বলের ফরম্যাটে মনোযোগ বাড়ানোর কথাও জানান তিনি।

Advertisement

More in আন্তর্জাতিক ক্রিকেট