Connect with us

ক্রিকেট

আইসিসি র‍্যাংকিংয়ে দেশসেরা অবস্থানে লিটন

২০২২ সালটা ক্যারিয়ারের সেরা বছর হিসেবেই কাটিয়ছেন লিটন দাস। দেশ সেরা ব্যাটিংতো বটেই, এবছর লিটন করেছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং। আর বছর শেষে এর পুরস্কারও পেলেন এই টাইগার।

আইসিসি র‍্যাংকিংয়ে দেশসেরা অবস্থানে লিটন

আইসিসি র‍্যাংকিংয়ে দেশসেরা অবস্থানে লিটন। ছবিঃ সংগৃহীত

আইসিসির টেস্ট ব্যাটার র‌্যাংকিংয়ে লিটনের বর্তমান অবস্থান ১২তম। যা টেস্টে ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের জন্য সেরা অবস্থান। যদিও এবারই প্রথম নয়, এর আগেও চলতি বছরের জুনে একবার ১২তম অবস্থানে এসেছিলেন লিটন। সে সময় তার রেটিং ছিল ৭২৪, আর এবার রেটিং ৭০২।

লিটনের আগে র‌্যাংকিংয়ের দেশ সেরা ব্যাটারদের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০১৭ সালে তামিম ৭০৯ রেটিং নিয়ে ১৪তম অবস্থানে উঠে এসেছিলেন।

আরও পড়ুনঃ এক টেস্টে তিন ‘অধিনায়ক’, বিতর্কে পাকিস্তান

টেস্ট র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হকও। বর্তমানে তার অবস্থান ৬৮তম। ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ান জাকির হাসান ৭ ধাপ এগিয়ে এসেছেন ৭০ নম্বরে।

বোলারদের মধ্যে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ। তাইজুল ২৮ আর মিরাজ এখন ২৯তম স্থানে। আর এক ধাপ এগিয়ে অধিনায়ক সাকিব আল হাসান আছেন ৩২তম অবস্থানে।

Advertisement

More in ক্রিকেট