Connect with us

ক্রিকেট

কুমিল্লাতেই মুস্তাফিজ, সোহানের নতুন ঠিকানা রংপুর

নতুন বছরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসর। হাতে মাস খানেকের বেশি সময় থাকলেও ইতিমধ্যেই দল গুছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

কুমিল্লাতেই মুস্তাফিজ, সোহানের নতুন ঠিকানা রংপুর

দলে তারকা ক্রিকেটার ভিড়ানোর ক্ষেত্রে বরাবরের মতোই এগিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বেচে বেচে দলে ভেড়াচ্ছে তারকা সব ক্রিকেটারদের। ড্রাফটের আগে দেশীয় একজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে ভেড়ানোর সুযোগ থাকছে সব দলের জন্যই। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে মুস্তাফিজুর রহমানকে দলে যুক্ত করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

গত আসরেও কুমিল্লার হয়ে খেলেছিলেন কাটার মাস্টার। ছিলেন ভিক্টোরিয়ান্সদের তৃতীয় শিরোপা জয়ের অন্যতম নায়ক। ফলে নিজেদের লাকি-চার্মকে যেতে না দিয়ে রিটেনশন করেছে দলটি।

এর আগে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং পেসার শাহীন শাহ আফ্রিদিও ভিক্টোরিয়ান্সদের খাতায় নাম লেখিয়েছেন। এখন দেখার বিষয় শাহীন-মুস্তাফিজের বোলিং জুটি, ব্যাটারদের জন্য কতটা দুর্দশার কারণ হয়ে দাঁড়াতে পারে।

দল গোছানোর দৌড়ে পিছিয়ে নেই রংপুর রাইডার্সও। শোয়েব মালিক, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, সিকান্দার রাজার মতো প্লেয়ারদের আগেই নিজেদের কৌটায় নিয়ে নিয়েছে রংপুর। এবার নিশ্চিত করেছে উইকেট কিপার-ব্যাটসম্যান নূরুল হাসান সোহানকেও।

আরও পড়্রুনঃ শুরু হলো দুবাই টি-টোয়েন্টি লিগের খেলোয়াড় নিবন্ধন

টি-টোয়েন্টিতে জাতীয় দলের সহ অধিনায়ক সোহান। ব্যাটিং নিয়ে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও কিপিংয়ে বরাবরই প্রশংসিত তিনি। বিপিএলে এর আগে ৩টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল এবং মিনিস্টার রাজশাহীর হয়ে খেলেছেন নুরুল।

বিপিএলে বরাবরই পিছিয়ে থাকে সিলেট ফ্রাঞ্চাইজি। তবে নতুন মালিকানায় এবার দেখা যাচ্ছে ভিন্নরূপ। খেলা মাঠে গড়ানোর মাস দুয়েক আগেই বেশ কিছু তারকা ক্রিকেটারসহ কোচিং স্টাফও গুছিয়ে ফেলেছে সিলেট স্টাইকার্স।

এমনকি সাবার আগে জার্সি উন্মোচনও করে ফেলেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজার দল। সিলেটের জার্সিতে ফুঁটিয়ে তুলা হয়েছে ঐতিহ্যবাহী চা বাগানের ডিজাইন। সেই সঙ্গে সভা পেয়েছে সিলেটের মানচিত্র ও সুরমা নদী।

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ারস ড্রাফট। আর সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৩ সালের জানুয়ারি মাসে মাঠে গড়াবে বিপিএলের নবম আসর।

Advertisement

More in ক্রিকেট