Connect with us

ক্রিকেট

ছেলেরা না পারলেও পাকিস্তানকে হারিয়েছে মেয়েরা

ছেলেরা হারের বৃত্তে ঘুরলেও পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি ওয়ানডে ক্রিকেটের বাছাই পর্বে আজ হারারেতে পাকিস্তানকে ৩ ইউকেটে হারিয়েছে তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান দল। প্রথম ১০০ রান করতেই পাকিস্তান দল ৫ উইকেট হারিয়ে ফেলে। পরে নিদা দার ও আলিয়া রিয়াজের ১০০ রানের পার্টনারশিপে শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান দল। ১১১ বলে ৮৭ রান করে থামেন নিদা দার। আলিয়া রিয়াজ ৮২ বলে ৬১ রানে করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদা আক্তার। ২.৫ গড়ে রান দিয়ে তুলে নিয়েছেন ২ ইউকেট। মিতু খাতুনও নিয়েছেন ২ উইকেট।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে। ব্যাটিংয়ে বেশ ধারাবাহিকতা ছিল। মুরশিদা খাতুন ও শারমিন আক্তার বেশ ভালোই শুরু করেছিলেন। কিন্তু ৯ রানে নাসরা সুন্দুর হাতে বন্দি হন মুরশিদা, আর শারমিন থামেন ৩১ রানে। পরে ঠান্ডা মাথা ব্যাট করে ৯০ বলে ৪৫ রান করে দলকে নির্ভার জায়গায় আনেন ফারজানা হক। আর রুমানা আহাম্মেদের হার না মানা ৪৪ বলে ৫০ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল। ম্যাচ সেরা হয়েছেন রুমানা। বাংলাদেশকে হারাতে হয়েছে ৭ ইউকেট।

পাকিস্তান নারী দলের পক্ষে দুটি করে উইকেট নেন নাসরা সুন্দু ও ওমাইমা সুহাইল।

Advertisement

More in ক্রিকেট