Connect with us

ক্রিকেট

বিপিএলে আবারও আম্পায়ার বিতর্ক, তেড়ে গেলেন সাকিব

এখন পর্যন্ত বিপিএলের ম্যাচ হয়েছে চারটি। একে তো ‘ডিআরএস’ নেই, তার সঙ্গে যোগ হয়েছে আম্পায়ারদের ভুল। সব মিলিয়ে আর ম্যাচের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিতর্কও।

বিপিএলে আবারও আম্পায়ার বিতর্ক, তেড়ে গেলেন সাকিব

বিপিএলে আবারও আম্পায়ার বিতর্ক, তেড়ে গেলেন সাকিব। ছবিঃ সংগৃহীত

সর্বশেষ বিতর্কে নাম লেখা সাকিব আল হাসান। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট করছিলেন ফরচুন বরিশালের সাকিব। পেসার রেজাউর রহমান রাজার করা বল সাকিবের মাথার প্রায় ২ ফুট ওপর দিয়ে যায়, কিন্তু আম্পায়ার মাহফুজুর রহমান লিটু তাতেও ওয়াইড ডাকেননি।

আম্পায়ারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে যান সাকিব। তেড়ে সামনে এগিয়ে গিয়ে চার্জ করেন থার্ড আম্পায়ার লিটুকে। টেলিভিশনের পর্দায় দেখে মনে হচ্ছিল, সাকিব একটু বেশি আক্রমণাত্মক ছিলেন।

আরও পড়ুনঃ বিপিএলে নতুন নাটক, বদলে গেল থার্ড আম্পায়ারের সিদ্ধান্তও!

তবে বড় কিছু হয়নি। সাকিব তেড়ে গেলেও বড় কোনো অঘটন ঘটাননি। শুধু ঝাঁঝালো কণ্ঠে আম্পায়ারকে জিজ্ঞেস করেন, এটা কি ওয়াইড ছিল না?

দিনের প্রথম বিতর্কের সৃষ্টি হয় ঢাকা ডমিনেটর্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচে। ঢাকার টপঅর্ডার সৌম্য সরকারের বিপক্ষে ভুল লেগবিফোর উইকেটের সিদ্ধান্ত দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন আম্পায়ার গাজী সোহেল। এমনকি রিভিউর সিদ্ধান্ত বদলে নেয়া হয় তখন, ফলে তৈরি হয় বিতর্ক।

Advertisement

More in ক্রিকেট