Connect with us

ক্রিকেট

মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে অফিসিয়াল ভাবে অবসরের ঘোষণা দিয়েছেন।

মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের এক মহা তারকা। সবসময় পারফরম্যান্স করে গেলেও ছিলেন সবার আড়ালে । তাই দেশের মানুষ তাকে ডাকেন সাইলেন্ট কিলার। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বাংলাদেশকে জিতিয়েছেন। দীর্ঘ ১৪ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট কে সার্ভিস দিয়ে আসছেন।

মাহমুদউল্লাহ রিয়াদ ২০০৯ সালে সর্বপ্রথম টেস্ট খেলতে নামেন ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে । তারপর থেকে অনিয়মিত পারফরম করে গেছেন। টি২০ ওডিআই এর মতো ক্যারিয়ার উজ্জ্বল ছিলোনা টেস্ট ক্রিকেটে। ৫০ ম্যাচ এ ৩৩ গড়ে ২৯১৪ রান করেন তিনি। টেস্টে ৪র্থ সর্বোচ্চ রান সংগ্রহ কারী বাংলাদেশী ব্যাটারদের মধ্যে। বিভিন্ন সময় দল কে সাহায্য করতে বল হাতে নিয়েছেন। ৫০ ম্যাচ এ ৪৩ উইকেট নিয়েছেন ।

বাংলাদেশী টেস্ট খেলোয়াড়দের মধ্যে অন্যতম একজন প্লেয়ার হয়েও বিভিন্ন সময় টেস্টে অবহেলিত হয়েছেন। শ্রীলংকা সিরিজে সেঞ্চুরি করে তিনি বুঝিয়েছেন তিনি টেস্ট এ একজন পারফরমার। তারপর ও অবহেলিত হলে বোর্ড এর প্রতি ক্ষোভ থেকে জিম্বাবুয়ে টেস্টে অবসরের ঘোষণা দেন। ভক্তরা সবাই হটাৎ অবসরে চমকেছিলেন। আজ তিনি অবসরের অফিসিয়াল ঘোষনা দেন।

পঞ্চপান্ডব থেকে আরো একজন হারিয়ে গেলো টেস্ট ক্রিকেট থেকে। মাশরাফির পর তিনি অবসরের ঘোষণা দেন।

Advertisement

More in ক্রিকেট