
Scotland এর সাথে হেরে বাংলাদেশ দল দিশেহারা । ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কে হারিয়ে বিশ্বকাপে এসেছে বাংলাদেশ । এখন সেই দল স্কটল্যান্ড এর সাথে হেরে বসে আছে।

এই অবস্থায় সাংবাদিক দের হার নিয়ে প্রশ্নের জবাবে আকরাম খান বলেন ‘ T20 তে সব ম্যাচ জিতা লাগে না। ‘ কাল বাংলাদেশ নামবে ওমানের বিপক্ষে । জয়ে ফিরার অপেক্ষায় ১৭ কোটি মানুষ।
