Connect with us

বাংলাদেশ ক্রিকেট

আইসিসির বর্ষসেরা একাদশে মিরাজ

ক্রিকেট ক্যারিয়ারে ২০২২ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ব্যাট বল দুই বিভাগেই পার করেছেন দুর্দান্ত সময়। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কারও এবার পেলেন টাইগার অলরাউন্ডার। জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে।

আইসিসির বর্ষসেরা একাদশে মিরাজ

আইসিসির বর্ষসেরা একাদশে মিরাজ। ছবিঃ সংগৃহীত

২০২২ সালে ১৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে বল হাতে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩৩০ রান। ব্যাটিং গড় ছিলো ৬৬, রয়েছে ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি আর একটি ফিফটিও।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। মিরাজ বাদে বাংলাদেশের আর কেউ জায়গা পাননি আইসিসির একাদশে।

এদিকে, টি-টোয়েন্টির পর ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এছাড়া, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ড থেকে দুজন করে জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে।

আরও পড়ুনঃ সেরার লড়াইয়ে মুখোমুখি সিলেট-বরিশাল

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শ্রেয়াস আইয়ার, শাই হোপ, টম ল্যাথাম (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, সিকান্দার রাজা, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

More in বাংলাদেশ ক্রিকেট

Exit mobile version