Connect with us

ক্রিকেট

আফগানিস্তান সিরিজে খেলবেন তাসকিন?

                                                                               ছবি-সংগৃহীত।

 

ডেষ্ক রিপোর্ট- ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামা হয়নি তাসকিন আহমেদের। আর এই পেসারের একাদশে না খেলা নিয়ে উঠেছিল গুঞ্জন। ক্রিকেট পাড়ায় শোনা যায়, পারিশ্রমিক চেয়ে না পাওয়ায় বল হাতে মাঠে নামেননি সিলেট সানরাইজার্সের এই পেসার। এমনকি তার আগের দুদিন অনুশীলনেও দেখা যায়নি ঢাকা এক্সপ্রেসকে। যদিও পরবর্তীতে জানা যায়, জাতীয় দলের এই গতিতারকার পিঠে ব্যথার কারণেই মাঠে নামা হয়নি।

তাসকিনের সর্বশেষ অবস্থা কী? আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে মাঠে নামা হবে তো এই পেসারের? আর এমন প্রশ্নে অনেকটা ইতিবাচক জবাব দিলেন জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “তাসকিনের ইনজুরি মনে হয় না গুরুতর কিছু। তার ওপর ফিজিওদের কড়া নজর আছে। তার হালকা কিছু ইনজুরি আছে। তবে সেটা ফিজিও লক্ষ্য করছেন।” রাজ্জাক আরও বলেন, “তাসকিনের চোট খুব গুরুতর কিছু না। পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটা খুঁটিয়ে দেখা হবে।”

আগামী ২৭ ফেব্রুয়ারি চট্রগ্রামে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ব্যাট বলের লড়াই। আর সেখানে স্বাভাবিকভাবেই তাসকিনের সার্ভিস পেতে চাইবে নির্বাচকরা।

 

 

 

 

More in ক্রিকেট

Exit mobile version