Connect with us

ক্রিকেট

একদিন পরই ঢাকার রুপ অন্য, জেতে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে মিনিস্টার ঢাকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩০ রানের জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

প্রথমে ব্যাট করতে এসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মোট সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ২০ ওভার খেলে ১৬১ রান। জবাবে ঢাকা ১৯.৫ ওভার খেলে ১৩১ রানেই গুটিয়ে যায়।

স্পিনার নাসুম আহমেদ ও পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ঢাকাকে মোটামুটি কম রান টার্গেট দিয়েও চট্টগ্রাম জয় তুলে নেয়। মাত্র ৯ রান দিয়ে নাসুম তুলে নেয় তিনটি উইকেট। অন্যদিকে ৩৪ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন শরিফুল।

শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে দুদলই। শুক্রবার মিনিস্টার ঢাকা খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে যায়। অন্যদিকে চট্টগ্রাম প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হারে। যার কারনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৬২ রানের টার্গেট ছোটই মনে হচ্ছিলো ঢাকার কাছে।

তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও আন্দ্রে রাসেলের মতো ব্যাটারে ভরপুর ঢাকা। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে হারলেও তাদের দলীয় সংগ্রহ ছিলো ১৮৩ রান।

তবে মাত্র একদিন পরেই তারা সম্মুখীন হলো ভিন্ন এক বাস্তবতার। ১৬২ রান টপকে জিততে পারেনি চট্টগ্রামের সাথে। এত বিধ্বংসী ব্যাটার থাকা সত্ত্বেও। তামিম ইকবাল করেন সর্বোচ্চ ৫২ রান।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন উইল জ্যাকস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন বেনি হাওয়েল।

More in ক্রিকেট

Exit mobile version