Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

পাকিস্তান দলের প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি

ক্রিকেটকে বিদায় বললেও ক্রিকেট তাকে বিদায় বলেনি। পাকিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন শহিদ আফ্রিদি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে থেকে এ দায়িত্ব পালন করবেন।

পাকিস্তান দলের প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি

পাকিস্তান দলের প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি। ছবিঃ সংগৃহীত

পিসিবি নতুন প্রেসিডেন্ট নাজাম শেঠি শহিদ আফ্রিদিসহ তিন সদস্যের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটি ঘোষণা করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন- আব্দুল রাজ্জাক, রাও ইফতিখার আনজুম। এছাড়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য হারুন রশিদ পালন করবেন কনভেইনারের দায়িত্ব।

এ প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোনো সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, ‘শহিদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোনো ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে। আমাদের মতে মডার্ন ক্রিকেটে সবচেয়ে যোগ্য। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।’

নতুন দায়িত্ব পেয়ে খুশি শহিদ আফ্রিদি বলেন, ‘আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দেব।’

আফ্রিদি আরও বলেন, ‘আমি দ্রুতই একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সাথে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।’

More in আন্তর্জাতিক ক্রিকেট

Exit mobile version