Connect with us

আইপিএল

প্রথম ডাকে দল পাননি, দ্বিতীয় ডাকে দুজনেই কলকাতায়

আইপিএল ২০২৩-এর নিলামে নাম ছিল ৪ জন বাংলাদেশী ক্রিকেটারের। এর মধ্যে প্রথম ডাকে দল পাননি কেউই। তবে দ্বিতীয় ডাকে কপাল খুলেছে উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও অলরাউন্ডার সাকিব আল হাসানের।

প্রথম ডাকে দল পাননি, দ্বিতীয় ডাকে দুজনেই কলকাতায়

প্রথম ডাকে দল পাননি, দ্বিতীয় ডাকে দুজনেই কলকাতায়। ছবিঃ সংগৃহীত

দুজনকেই কিনে নিয়েছে দুই বারের শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্স। লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। শেষ মুহূর্তে এই দামেই তাকে কিনে নিয়েছে কেকেআর।

কিছুক্ষণ পরই ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে পুনরায় দলে ভিড়িয়েছে কলকাতা। কেকেআরের দুইবারের শিরোপা জয়ী একাদশের অন্যতম সদস্য ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আরও পড়ুনঃ মাঠে ঢুকে সাকিবকে পা ছুঁয়ে সালাম করল ভক্ত

গত মৌসুমে অবশ্য সাকিব দল পাননি। এবার ফিরলেন কেকেআরে। অন্যদিকে এবারই প্রথমবারের মত আইপিএলে খেলবেন লিটন। বাকি দুই বাংলাদেশী ক্রিকেটার তাসকিন আহমেদ এবং আফিফ হোসেন দ্বিতীয় ডাকেও দল পাননি।

সাকিব-লিটন ছাড়াও মুস্তাফিজুর রহমানও খেলবেন এবারের আইপিএলে। ফিজ খেলবেন দিল্লী ক্যাপিটালসের হয়ে। ২ কোটি রুপিতে নিলামেইর আগেই দিল্লী তাকে রিটেইন করেছিল।

More in আইপিএল

Exit mobile version