Connect with us

ক্রিকেট

দীর্ঘ ৪০২ দিন পর মাঠে ফিরলেন মাশরাফি

এক বছরেরও বেশি সময় প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের বাহিরে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ একটা সময় পর মাঠে নেমেছেন মাশরাফি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে মিনিস্টার ঢাকার হয়ে খেলছেন টুর্নামেন্টের সফলতম অধিনায়ক।

সর্বশেষ ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু কাপে খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তারপর টানা ৪০২ দিন মাঠে দেখা যায়নি তাকে। বিপিএলের শুরুতেই খেলার কথা ছিলো তার। কিন্তু চোটের কারনে বিলম্ব হয়। তবে আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকার হয়ে খেলেছেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর আর কোন আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি তাকে। বিশাল একটা সময় পর বিপিএলের এবারের অষ্টম আসরে ঢাকার হয়ে খেলছেন তিনি৷ এর আগে তাকে ছাড়াই মিনিস্টার ঢাকা তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারে।

দীর্ঘ বিরতিতে থাকার কারনে নিজেকে মাঠে খেলার উপযোগী করে তুলতে মাশরাফিকে কমাতে হয়েছে তার দেহের ১০ কেজি ওজন। বেশ কিছুদিন ধরে করছেন অনুশীলনও। গত ৬ জানুয়ারি বল হাতেও দেখা যায় তাকে, আর অনুশীলন করতে গিয়েই ফের চোটের মুখে পড়েন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

More in ক্রিকেট

Exit mobile version