Connect with us

আন্তর্জাতিক ক্রিকেট

পিসিবির আচরণে ক্ষুব্ধ রমিজ রাজা

অনেকটা হাঠাৎ করেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির পদ হারিয়েছেন রমিজ রাজা। তার জায়গায় বসানো হয়েছে নাজাম শেঠিকে। আর তাতে স্বাভাবিক ভাবেই মন খারাপ রমিজের।

পিসিবির আচরণে ক্ষুব্ধ রমিজ রাজা

পিসিবির আচরণে ক্ষুব্ধ রমিজ রাজা। ছবিঃ সংগৃহীত

তবে শুধু পিসিবির সভাপতি পদ হারানোর জন্যই নয়, রমিজের  আরও একটি মন খারাপ হওয়ার মতো ঘটনা ঘটেছে রমিজের সাথে। পিসিবি তার সাথে খারাপ ব্যবহারও করেছে বলে জানিয়েছেন এই দক্ষ ক্রিকেট সংগঠক ও ধারাভাষ্যকার।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘সকাল ৯টার দিকে ১৭ জনের একটি দল ক্রিকেট বোর্ডের অফিসে আসে। তারা অফিসে এসে আমার ওপর এক প্রকার আক্রমণই করেছে। এমনকি তারা জিনিসপত্রগুলোও নেওয়ার সুযোগ দেয়নি। তাদের ভাব দেখে মনে হচ্ছিল, যেন অফিসে তল্লাশি করতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকজন এসেছে।’

আরও পড়ুনঃ রাসেল ডোমিঙ্গোর বিদায়

পিসিবির সভাপতি পরিবর্তনের জন্য সংবিধান করার বিষয়টিকে সঠিক মনে করছেন না রমিজ, ‘একজন ব্যক্তিকে পিসিবির প্রধান বানাতে আপনারা ক্রিকেট বোর্ডের সংবিধানই বদলে ফেললেন। নাজাম শেঠিকে নিয়ে আসতে সংবিধান বদলানোর প্রয়োজন পড়ল। যেটা আমি পৃথিবীর আর কোনো দেশে দেখিনি।’

এছাড়াও বর্তমান সভাপতি নাজাম শেঠির আচরণেও ক্ষুব্ধ হয়েছেন রমিজ রাজা। তিনি বলেছেন, ‘এই নাজাম শেঠি রাত সোয়া ২টার সময় টুইট করল—রমিজ রাজা বরখাস্ত হয়েছে। আমি টেস্ট ক্রিকেট খেলেছি, এটাই আমার জায়গা। এটা দেখতে খুব খারাপ লাগে যে ক্রিকেটের বাইরে লোকেরা এসে এমন ভাব করার চেষ্টা করছে যে তারা ত্রাতা। আমি জানি, তাদের আচরণ অক্রিকেটীয়। এসব লোকেরা এখানে আসে পাদপ্রদীপের আলোয় থাকতে।’

More in আন্তর্জাতিক ক্রিকেট

Exit mobile version