Connect with us

ফ্র্যাঞ্চাইজি লীগ

মেহেদীর ব্যাটে রংপুরের জয়, তলানিতে ঢাকা

বিপিলে আজ (৩০ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। এই হারে পেয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে রইলো ঢাকা ডমিনেটর্স।

মেহেদীর ব্যাটে রংপুরের জয়, তলানিতে ঢাকা

মেহেদীর ব্যাটে রংপুরের জয়, তলানিতে ঢাকা। ছবিঃ সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে ঢাকা। ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট আর এক ওভার হাতে রেখে জিতেছে রংপুর।

রংপুরের জয়ের মূল নায়ক ছিলেন শেখ মেহেদি হাসান। এবারের বিপিএলে এর আগে বলার মতো ইনিংস খেলতে পারেননি। বোলার হিসেবেই খেলে যাচ্ছিলেন। অবশেষে জ্বলে উঠলো তার ব্যাট।

আরও পড়ুনঃ সিলেট পর্ব শেষেই বিপিএল ছাড়ছেন বেশিরভাগ পাকিস্তানি ক্রিকেটার

৪৩ বলে ৬ চার আর ৫ ছক্কায় এই অফস্পিনিং অলরাউন্ডার খেললেন ৭২ রানের ঝোড়ো ইনিংস। ফলে বাকি ব্যাটাররা তেমন সুবিধা করতে না পারলেও জয় পেতে কষ্ট হয়নি রংপুরের।

অন্যদিকে বরাবরের মতোই ব্যর্থ ঢাকার ব্যাটিংলাইনআপ। তবে আফগান উসমান গনি হার না মানা এক ইনিংস খেলেছেন। ৫৫ বলে ৭ চার আর ৩ ছক্কায় তার উইলো থেকে বেরিয়ে আসে ৭৩ রানের অপরাজিত ইনিংস। নাসির করেন ২২ বলে ২৯।

More in ফ্র্যাঞ্চাইজি লীগ

Exit mobile version