কিছুটা ধীরগতির হলেও বেশ দারুণ শুরু এনে দিয়েছিলেন ঢাকা ডমিনেটর্সের দুই ওপেনার উসমান গনি এবং মিজানুর রহমান। এরপর কিছুটা ছন্দপতন হলেও মিডল অর্ডারে রান পেয়েছেন নাসির হোসেন ও আরিফুল হক। ফলে এই চার ব্যাটারের রানে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে ঢাকা।

উসমান-নাসিরের ব্যাটে ঢাকার সংগ্রহ ১৫৮। ছবিঃ সংগৃহীত
বিপিএল চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের শেষ ম্যাচে আজ (১৪ জানুয়ারি) চট্টগ্রামের মুখোমুখি হয়েছে ঢাকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় নাসির হোসেনের দল।
ব্যাট করতে নেমে মিজানুর এবং গনি ৬০ রানের জুটি গড়েন। ৩৩ বলে ২৮ রান করেন মিজানুর রহমান। ৩৩ বলে ৪৭ রান করেন উসমান গনি। সৌম্য সরকার নেন ৪ রান। মোহাম্মদ মিঠুন করেন ৯ রান। নাসির হোসেন ২২ বলে করেন ৩০ রান।
আরও পড়ুনঃ ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো’
আরিফুল হক অপরাজিত থাকেন ১৮ বলে ২৯ রান করে। মোহাম্মদ ইমরান ৫ রান করে আউট হন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ২টি করে উইকেট নেন মেহেদী হাসান রানা, নাহিদুজ্জামান। ১টি করে উইকেট নেন মালিন্দা পুষ্পকুমারা এবং শুভাগত হোম।
