ভারতের বাংলাদেশ সফরটা স্বপ্নের মত কাটিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ওডিআইতে প্রথমবার সেঞ্চুরি পেয়েছেন, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। আর ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। এবার আরও একটা অর্জন যোগ হয়েছে মিরাজের খাতায়।

কোহলির কাছ থকে স্বাক্ষর করা জার্সি উপহার পেলেন মিরাজ। ছবিঃ সংগৃহীত
আর সেই অর্জন হল, বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি তার ১৮ নম্বর জার্সিতে নিজের অটোগ্রাফ দিয়ে স্মারক উপহার দিলেন মিরাজকে। কোহলির মুখে হাসি, খুশির ঝিলিক মিরাজের চোখেমুখেও।
টেস্ট ক্যারিয়ারে নবমবারের মতো ফাইফারের স্বাদ নেন মিরাজ। ৬৩ রান খরচায় তিনি পান ৫ উইকেট। কেবল এই পারফরম্যান্স নয়, ভারতের এবারের বাংলাদেশ সফরের পুরোটাতেই কোহলির নজর কাড়েন মিরাজ। আর সেকারণেই হাসি মুখে জার্সি উপহার দেন সময়ের অন্যতম সেরা ব্যাটার। তিনি ছাপ রাখেন ক্রিকেটীয় সৌজন্যবোধের।
আরও পড়ুনঃ স্বপ্ন পূরন হল রাজার, দল পেলেন আইপিএলে
কোহলির বাংলাদেশের কোনো ক্রিকেটারকে উপহার দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে ব্যাট দিয়েছিলেন তিনি।
