
আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৪ ওভার বল করতে পারেননি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজের তৃতীয় ওভার শেষ করার আগেই শরীরের একপাশে ব্যথা অনুভব করেন এই বাংলাদেশি পেসার। তখন তিনি ড্রেসিং রুমে ফিরে যান।
ম্যাচের পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, রবিবার (২১ নভেম্বর) মোস্তাফিজের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এর পর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে, এই বাঁহাতি পেসার তৃতীয় ম্যাচে থাকতে পারবেন কিনা।
মোস্তাফিজ মাঠ ছাড়ার পর অনেকটাই স্বাভাবিক ছিলেন। তবে আগামী ম্যাচে তার থাকা না থাকা নিয়ে আরও একদিন অপেক্ষা করতে হচ্ছে দর্শক ও ভক্তদের।
আজকের ম্যাচে মোস্তাফিজুর ২.১ ওভারে ১২ রান দেন। তিনি শুরুতেই তুলে নেন বাবর আজমের উইকেট।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতেও তিনি প্রথম দুই ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন। পরে অবশ্য একটু খরুচে হয়ে যান ফিজ। সবমিলিয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন এক ইউকেট।
