প্রথম টেস্টে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগেই ভারতের ৩ উইকেট তুলে নেয় টাইগাররা। তবে লাঞ্চ থেকে ফিরে সেই ধারা ধরে রাখতে পারেনি সাকিব আল হাসানের দল।

টাইগারদের ফিল্ডিং ব্যর্থতায় ভালো অবস্থানে ভারত। ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন লাঞ্চের পর থেকে এখন পর্যন্ত দ্বিতীয় সেশনে ভারতের ১ উইকেট সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ দল। এই সেশনে রিশব পান্থকে ৪৫ রানে ফিরিয়েছিলেন মিরাজ।
৪ উইকেট পড়ার পরই ঘুরে দাঁড়ায় চেতেশ্বর পূজারা এবং শ্রেয়াস আয়ার। প্রথম সেশনে ১১২ রান করে লাঞ্চ বিরতিতে গিয়েছিল লোকেশ রাহুলের দল। এর পর দ্বিতীয় সেশনে ১৩৪ রান যোগ করেছে সফরকারী দল। শেষ পর্যন্ত ভারতীয়দের সংগ্রহ ৭৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৬ রান।
ক্রিজে ভারতীয় দুই ব্যাটার পূজারা ৮৭ এবং শ্রেয়াস আয়ার ৬১ রানে অপরাজিত রয়েছেন। তবে বেশ কয়েকবার এই জুটি ভাঙ্গার সুযোগ আসলেও তা কাজে লাগাতে ব্যর্থ নন বাংলাদেশের ফিল্ডাররা।
মিরাজে ৭৬তম ওভারে বলে আয়ারের সহজ ক্যাচ ছাড়েন ইবাদত। এরেও ৪৮তম ওভারে আয়ারকে আউট করার সুযোগ আসলে আবারো মিস করেন নুরুল হাসান সোহান। উইকেটের পেছন থেকে ব্যক্তিগত ৩০ রান করা অবস্থায় জীবন পান ভারতীয় এই ব্যাটার।
এর আগে লাঞ্চ বিরতি থেকে ফিরেই জীবন পান পূজারা। এবাদতের বলে ২২ রানে থাকা অবস্থায় ড্রাইভ দিয়ে ক্যাচ মিস করেন সোহান।
