
আজ থেকে ৩৯ বছর আগে এক বার পাপুয়ানিউগিনির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ১৯৮২ সালে আইসিসির ১৬ সহযোগী দল নিয়ে আয়োজন করা হয় আইসিসি ট্রফি।
সে টুর্নামেন্টে বাংলাদেশ হয়েছিল চতুর্থ।
৬০ ওভারের ওয়ানডে ম্যাচ হতো তখন। বাংলাদেশ ২২৪ রান করেছিল, জবাবে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয় পাপুয়ানিউগিনি।
৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।

দিন বদলে গেছে, সময়ের পরিক্রমায় বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে, পরে টেস্ট স্ট্যাটাস পেয়েছে তাও ২১ বছর হয়ে গেছে।
বাংলাদেশ ক্রিকেট বিশ্বে সমীহ জাগানিয়া দল। আর পাপুয়ানিউগিনি সেই আগের অবস্থানে, এখনো আইসিসির সহযোগী সদস্য।
এবারের বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে পারাই তাদের বড় অর্জন আর একটা ম্যাচ জিতলে তো কথাই নাই। যদিও জয় তাদের অধরা।
আজকেই তাদের শেষ ম্যাচ, তারা আজ জয়ের স্বপ্ন দেখছে এমন দলের বিপক্ষে, যে দলের সাকিব মুশফিককে মাঠের প্রতিপক্ষ হিসেবে কাছে দেখাও তাদের জন্য সৌভাগ্য।
তাদের অনেক ক্রিকেটার সাকিবের খেলা কাছ থেকে দেখতে পাবে বলেই রোমাঞ্চিত।
