বিপিএলের গত আসরে নাম ছিল বঙ্গবন্ধু বিপিএল। সেই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ কোটি টাকা, আর রানার্সআপ দল পায় ৫০ লাখ। এবার আবার পুরানো নামে, নতুন রূপে ফিরেছে বিপিএল, সেই সঙ্গে প্রাইজমানির পরমাণও বাড়ছে। এবার চ্যাম্পিয়নরা ২ কোটি ও রানার্সআপ দল পাবে ১ কোটি টাকা।

চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি, শুরুতে থাকছে না ডিআরএস। ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএল গর্ভনিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক আজ (৩১ ডিসেম্বর) গণমাধ্যমকে এই তথ্য জানিছেন।
মল্লিক জানান, এবারের টুর্নামেন্টে প্রযুক্তিগত দিক থেকে আগের আসরের চেয়ে আরও ভালো কিছু আনার চেষ্টায় আছে বিসিবি। সেই লক্ষ্যেই এবারের আসরে ডিআরএস থাকবে। তবে আসরের শুরুতে দেখা যাবে না এর পূর্ণতা। আন্তর্জাতিক বাধ্যবাধকতার জন্য শুধু এলিমিনেটরের তিন ম্যাচ ও ফাইনালে দেখা যাবে ডিআরএস।
আরও পড়ুনঃ সাকিব-লিটনকে নিয়েই সাজানো হল কলকাতার একাদশ!
এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।
