আরও এববার ক্রিকেট এবং বলিউড এক হলো। শুভ লগ্নে অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে বিয়ে সারলেন ভারতীয় ক্রিকেটতারকা কেএল রাহুলের সঙ্গে।

বিয়ে সারলেন রাহুল-আথিয়া। ছবিঃ সংগৃহীত
বিয়ের অনুষ্ঠান একেবারে ঘরোয়াভাবে করা হয়েছে। গোপনীয়তা সত্ত্বেও বিয়ের মণ্ডপ থেকে বর-কনের ছবি প্রকাশ্যে এলো। অবশেষে প্রেমিকের গলায় মালা দিলেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। হালকা গোলাপি শেরওয়ানিতে কেএল রাহুল, আর আইভরি লেহঙ্গায় পাত্রী ।
সোমবার (২৩ জানুয়ারি) বিকালে সুনীল আর তার ছেলে অহন শেট্টি বাড়ি থেকে বেরিয়ে এসে মিষ্টিমুখ করান বাইরে উপস্থিত আলোকচিত্রী এবং সাংবাদিকদের।
সুনীলের খান্ডালার খামারবাড়িতেই বিয়ের আয়োজন। বেশ কয়েক জন বলিউড তারকাকে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায়। সুনীল জানান, তিনি এ বার আইনত ‘শ্বশুরমশাই’ হলেন। তিনি বলেন, অসাধারণ অনুষ্ঠান হলো, কিন্তু ছোট করে। শুধুমাত্র পারিবারিক বৃত্তে।
আরও পড়ুনঃ আইসিসির বর্ষসেরা একাদশে মিরাজ
আথিয়া-রাহুলের বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র ১০০ জন। যদিও রিসেপশনের অনুষ্ঠান আরও বড় করে হবে কয়েক সপ্তাহ পরে।
