
ভালো একটা দিনের শুরু করে দিলেন তামিম ইকবাল। আর শেষটা হয় মাহমুদউল্লাহর ঝড়ে। পঞ্চ পান্ডবের দুই অভিজ্ঞ তারকার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করেই মিনিস্টার ঢাকা দাঁড় করিয়েছে ১৮১ রানের বিশাল সংগ্রহ। জয়ের জন্যে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দরকার ১৮২ রান।
জহুর আহমেদ স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ঝলক দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের সেরাটা দিয়ে ব্যাটিং করেছেন মিনিস্টার ঢাকার হয়ে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাত্র ৪১ বলে করেছেন ৭০ রানের এক অসাধারণ ইনিংস। ৩ চার এবং ৪ টি ছয়ে সাঁজিয়েছেন তার ইনিংস।
আর তামিম ইকবাল এবারের বিপিএলে বরাবরই করছেন ভালো। নিজের ব্যাটিং জৌলুশে দিয়েছেন অনেক আলোচনা সমালোচনার জবাব। করেছেন ৩৫ বলে ৪৬ রানের এক অনবদ্য ইনিংস। মেরেছেন ২ টি চার এবং ৩ টি ছয়।
তিন ম্যাচের তিনটিতেই জয়ী হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে জয়ের ধারা অব্যাহত রাখতে করতে হবে ১৮২ রান।
