
যেখানেই সুযোগ পাচ্ছেন সেখানেই দ্যুতি ছড়াচ্ছেন তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। যুব বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটেও অসাধারণ পারফরম্যান্স দেখানোর মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেন এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে অসাধারণ খেলেন তিনি।
এবার বিপিএলেও কম যান না তিনি। ভালো ইনিংস খেলে সকলের নজর কেড়েছেন। গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৪৮ রানের ইনিংস খেলেছেন তিনি। ৩৫ বলে চার হাঁকিয়েছেন ৮ টি, ছয় মেরেছেন ১ টি। মাহমুদুল হাসান জয়ের এমন পারফরম্যান্সে প্রসংশা করছেন কুমিল্লার পরামর্শক স্টিভ রোডস।
তার মতে বাংলাদেশের বড় তারকা হতে যাচ্ছেন মাহমুদুল। স্টিভ রোডস বলেন, “বিপিএল অভিষেকেই জয় অনেক ভালো খেলেছে। সে খুব শান্ত স্বভাবের ছেলে। সবসময় সবকিছু খুব স্বাভাবিক রাখে। কখনও ঘাবড়ে যেতে দেখিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র পা রেখেছে, এখন বিপিএলেও পা রাখল। সে ভবিষ্যতের উজ্জ্বল একজন তারকা।”
“বড় শট না হাঁকিয়েও সে রানের গতি বাড়াতে পারে। নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ে অবদান রেখেছিল তাও শক্তিশালী একটি বোলিং আক্রমণের বিপক্ষে। আজ সে অনেককে অবাক করেছে। তরুণরা আসবে, ভালো করবে, এটাই সে আজ করেছে”-যোগ করেন তিনি।
