আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন, তবুও মরগানের ব্যাটে ধার কমেনি। তার ও আজম খানের ব্যাটে চড়ে আবুধাবি টি-টেন লিগে দারুণ এক জয় পেয়েছে নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।

শেষ ওভারে রোমাঞ্চকর জয় পেলো নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। ছবিঃ সংগৃহীত
শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে ডেকান গ্ল্যাডিয়েটরসকে আট উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করে ডেকান। জবাব দিতে নেমে শেষ বলে জয় পায় নিউ ইয়র্ক। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি ডেকানের। ৩৭ রানে তারা হারিয়ে ফেলে ৫ উইকেট।
এরপর ওডিন স্মিথ ও সুরেশ রায়নার ব্যাটে কিছুটা দিশা পায় তারা। ২ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৮ রান করেন রায়না, স্মিথ ব্যাটে ১৯ বলে আসে ৩৮ রান। জবাব দিতে নেমে শুরুতে বিপদে পড়েছিল নিউ ইয়র্কও। দুই ওপেনারকে তারা হারিয়ে ফেলে ৪২ রানে।
পরের পথটা তাদের টানেন মরগান ও আজম খান। ২৩ বলে ৪২ রান করে মরগান ও ২০ বলে ২৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আজম খান।
সংক্ষিপ্ত স্কোর : নিউ ইয়র্ক স্ট্রাইকার্স ৮ উইকেটে জয়ী। ডেকান ১০৯/৭ (রায়না ২৮, স্মিথ ৩৮; আকিল হোসেন ৯ রানে দুই উইকেট) নিউ ইয়র্ক ১১০/২ (পল স্টার্লিং ২৫, মরগান ৪২) ম্যাচসেরা : মরগান।
