রান ক্ষরার জন্য শুধু অধিনায়কত্বই ছাড়েননি, বাদ পড়েছেন দল থেকেও। তবে ঢাকা টেস্টে সুযোগ পেয়েই তা লুফে নিয়েছেন মমিনুল হক। প্রথম ইনিংসে তুলেন নিয়েছেন ক্যারিয়ারের ১৬তম ফিফটি।

১১ ইনিংস পর মমিনুলের ৫০। ছবিঃ সংগৃহীত
বেশ লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা সাবেক এই টাইগার কাপ্তানের ব্যাটে অর্ধশত এসেছে ১১ ইনিংস পর। গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। এখন পর্যন্ত বেশ মনোযোগী লাগছে মুমিনুলকে। খুবই বিচক্ষনতার সঙ্গে শাসন করছেন বোলারদের।
