দীর্ঘ ১৯ বছর পর আবারও পাকিস্তানের মাটিতে খেলতে নামবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছিল তারা।

১৯ বছর পর পাকিস্তানের মাটিতে খেলবে নিউজিল্যান্ড। ছবিঃ সংগৃহীত
কেন উইলিয়ামসন দায়িত্ব ছাড়ার কারণে এই সফরে নতুন অধিনায়ক টিম সাউদির নেতৃত্বে খেলবে কিউইরা। চলতি বছরের ২৬ ডিসেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।
পাকিস্তান সফরের মধ্য দিয়ে দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার ইশ সোধি। এছাড়াও দলে আছেন অনভিষিক্ত ব্লেয়ার টিকনার।
আরও পড়ুনঃ জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন এবারের বিজয় দিবস ক্রিকেট
অন্যদিকে থাকছেন না ট্রেন্ট বোল্ট। কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা এই ক্রিকেটার ওই সময়ে খেলবেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট। এছাড়াও ইনজুরির কারণে বাদ পড়েছেন আরেক পেসার কাইল জেমিসন।
চলতি বছরের বক্সিং ডেতে প্রথম টেস্টে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। করাচিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ৩ জানুয়ারি, মুলতানে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে নিউজিল্যান্ড সরাসরি ভারতের উদ্দেশে রওয়ানা হবে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত ও নিউজিল্যান্ড। ভারত সফরের দল এখনও ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
