বিপিএলের অনিয়ম, অব্যস্থাপনা ও গুনগত মান নিয়ে চরম অসন্তুষ্ট দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বুধবার বিপিএলের এলোমেলো অবস্থা নিয়ে সাকিবের বক্তব্য দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে। সাকিব বলেন, ‘আমি বিপিএলের সিইও (প্রধান নির্বাহী) হলে এক থেকে দুই মাসে সব ঠিক করে দিতাম।’ সাকিবের ওই ব্যক্তব্যের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিসিবি জানিয়েছে, সাকিব চাইলে পরবর্তী বিপিএল থেকে সিইও’র দায়িত্ব নিতে পারে।

সাকিব আল হাসান ও শেখ সোহেল
সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘সাকিব চাইলে পরের আসরেই তাকে সিইওর দায়িত্ব দেওয়া হবে।’ তিনি বলেন, ‘প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে ধন্যবাদ। ও বিপিএলে সিইও হিসেবে আসতে চায়। ওর দৃষ্টি থেকে ও বলেছে এবং আগ্রহ প্রকাশ করেছে। আমরা গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে তাকে আসার জন্য স্বাগত জানাই। ও যদি চায় সামনের বছর থেকেই সিইওর এর দায়িত্ব পালন করুক।’
আরও পড়ুন…বিপিএলের ‘এলোমেলো’ অবস্থা নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
তাঁর ভাষায়, ‘সাকিব যদি খেলা ছেড়ে আগামী বছর বিপিএলে কাজ করতে চান, তাহলে আমাদের সিইও হিসেবে কাজ করতে পারেন। আমরা তাকে স্বাগত জানাবো।’
এর আগে বিপিএলের এলোমেলো কন্ডিশনের বিষয়ে সাকিবের সঙ্গে সুর মিলিয়ে কথা বলেন দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।
সাকিব ও মাশরাফির বক্তব্য কীভাবে নিচ্ছে বিসিবি? গতকাল বৃহস্পতিবার জবাবে দু’চার কথায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছিলেন, ‘সাকিব কোন প্রেক্ষাপটে অমন মন্তব্য করেছেন, তা আগে জানতে হবে। আর বোর্ডের সীমাবদ্ধতার কথা সম্ভবত জানেন না সাকিব। তাহলে হয়তো এভাবে বলতেন না।’
ক্রিকডট/আইএ
